সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে ১৮ই সেপ্টেম্বর ২০২৪ বুধবার দুপুর ১২ টায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্ব উল্লেখিত উচ্চ শিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবীতে “Stay For One Point Demand” অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। দেশে অনেক অভিজ্ঞ বিএসসি, মাস্টার্স, এমপিএস, এমএস, এমএসএন, এম ফিল, পিএইচডি হোল্ডারধারী নার্স রয়েছে। অবস্থান কর্মসূচিকারীদের দাবী নার্সদের চেয়ারে নার্স ই থাকবে এবং নার্সদের দুঃখ-বেদনা, সুযোগ সুবিধা নার্স ই বুঝবেন এছাড়াও প্রমোশোন বিষয়ে তারা বলেন অবসর হওয়ার ৩ হতে ৬ মাস আগে প্রমোশন দেওয়া হয় সেটাও নিজ বেতনে দেন এটা তাদের কাম্য নয়। দেশে অনেক ডিগ্রিধারী নার্স আছে তারা ১০ম গ্রেডে অবসরে যায়, উচ্চ ডিগ্রি থাকা সত্বেও প্রমোশন না পেয়ে তাদের অবসরে যেতে হয়। ডিজিএম মাকছুরা নূর নার্সদের প্রতি কটুক্তি করে বলেন নার্সরা ছোট চাকরি করে নার্সদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় শ্রেণী করে ভূল করেছেন এভাবে তাদেরকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তা, কর্মচারীগণ নার্সিং এর সংষ্কার করার জোর দাবী জানিয়েছেন