চিত্রনায়ক সুপারস্টার মান্না চলে যাওয়ার ১৬ বছর আজ –

Uncategorized
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বিনোদন ডেস্ক

একসময়কার দাপুটে চিত্রনায়ক সুপারস্টার মান্নাকে বলা হতো ‘গণমানুষের প্রিয়নায়ক’। তার সিনেমা যেন গণ মানুষের কথা বলতো যার কারণে সব শ্রেণির দর্শকই তাকে খুব আপন করে নিতো। আজ এই নায়কের চলে যাওয়ার ১৬ বছর পূর্ণ হলো। ২০০৮ সালের আজকের এই দিনে তিনি ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন স্বজন ও লাখো ভক্তরা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নাকে স্মরণ করতে তার সহধর্মিণী শেলী মান্না প্রতিবছর দিনটি বিশেষভাবে পালন করেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

শেলী মান্না বলেন, মান্না ফাউন্ডেশনের কমিটি থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বিকেলে নিজ এলাকা টাঙ্গাইলের কালিহাতিতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় মান্নার। তারপর তিনি টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে হয়ে ওঠেন চিত্রনায়ক মান্না। একে একে প্রায় সাড়ে তিনশ’ ছবিতে অভিনয় করে মান্না হয়েছিলেন চলচ্চিত্রের নির্ভরশীল নায়কদের একজন। শুন্য দশকের পর অশ্লীলতা গ্রাস করলে মান্না এসবের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী ছিলেন।

নায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর মান্না নিজে প্রযোজক হয়ে কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সুপারহিট ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *