স্টাফ রিপোর্টার
জেএসএস ( সশস্ত্র সন্ত্রাসী) ছয় সদস্যের একটি টিম বৈতারানি এলাকায় চাঁদা আদায় করতে দিয়ে গন পিটুনি খেয়ে জান নিয়ে পালিয়ে যায়।
পরবর্তী দিন থেকে ৪০/৫০ জনের গ্রুপ গ্রাম বাসির হালার চেষ্টা করছে।
আাজ ১৮ মার্চ, ২০২৪ ইং রোজ সোমবার সকাল ৯ টায় বান্দরবান জেলা থেকে আগত ৩ টি মোটর সাইকেল যোগে পার্বত্য শান্তি বাহিনীর( সন্ত্রাসী) ছয় সদস্যের একটি টিম চাঁদা আদায়ের লক্ষ্যে পুরানগর ইউনিয়ন এর বৈতারানি এলাকায় গমন করে, জোর পুর্বক চাদা দাবী এক পর্যায়ে এলাকাবাসী একত্রিত হয়ে গন পিটুনি দে সন্ত্রাসীদের কে তারা কোন ভাবে পালাতে পরলেও তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়ে দিয়েছে এলাকা বাসি পরে সাতকানিয়া থানা কতৃপক্ষ এসে পুরে যাওয়া মোটরসাইকেল গুলো নিয়ে যায়, পার্বত্য বান্দরবান জেলায় শান্তি বাহিনীর সংস্থার পন্তিদের চাঁদা বানিজ্যের অবয়আরন্যে পরিনত হয়েছে, প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন করছে কিনা জানার কোনো সুযোগ নেই। গত কাল ও আজ গ্রামের হাজার হাজার জনগণ নির্ঘুম রাত কাটাচ্ছে, রাতে থেমে থেমে উভয় পক্ষ ফায়ার করছে, আসে পাশের এলাকায় ও আতঙ্ক চড়িয়ে পরছে। লোকশ্রুতি আছে প্রশাসন সন্ত্রাসীদের সহায়তা করছে।