মোঃ ফরহাদ হোসেন খলিল
গাজিপুর জেলা প্রতিনিধি
প্রতিদিনের ন্যায় আজও চলছে মসক নিধন কর্মসূচি৷ গাজীপুর মহানগর টঙ্গী থানাধীন ৪৭ নং ওয়ার্ড মোর কোন মধ্যপাড়া আল আকসা মসজিদ রোডে মশা নিষ্কাশনের কাজ চলছে৷ ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে৷ প্রতিদিনের ন্যায় আজও চলছে মশা মিস করছে রে ধুমা৷ কাউন্সিলরের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন অন্যান্য বৎসরের ন্যায় এ বছর মশার উৎপাত অনেক বেশি তাই আমার ওয়ার্ডের প্রত্যেকটি অলিগলি মশা নিষ্কাশনের তোমার কাজ চলবে৷ আমি চাই আমার ওয়ার্ডের মানুষ যেন সুখে দুঃখে আমাকে কাছে পায় আমিও চাই সকলের পাশে থেকে গাজীপুর মহানগরের অন্তর্গত ৪৭ ওয়ার্ড কে স্মার্ট ওয়ার্ড হিসেবে পরিচিত করব৷এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তারা বলেন এই ধুমা মশার থেকে বাঁচার জন্য উপকার হচ্ছে৷ তারা কাউন্সিলর এর কাছে ড্রেন এবং রাস্তাঘাট পরিষ্কারের জন্য বিষের আহ্বান জানাই৷ কাউন্সিলর বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই আমরা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ করবো৷ আমরা সকলে মিলে পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে ৪৭ ওয়াটকে পরিচিত করব