মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় রাজশাহী হতে নঁওগা মহাসড়ক মৌগাছি ইউনিয়নের নন্দনহাট ওয়াটার পার্কের সামনে ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আনুমানিক ৮,০০ টার দিকে এনজিও কর্মকর্তা (ব্র্যাক) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
জানা যায়, নিহত ব্যাক্তি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রামের বিষ্ণু বর্মার ছেলে মৃন্ময় বর্মা (২৮)।তিনি ব্র্যাক এনজিওর আইডিপি কর্মকর্তা পদে নওগাঁ জেলার বদলগাছী পাহাড়পুরে চাকুরীতে কর্মরত ছিলেন।
তাহার নিজ কর্মস্হল হতে মটর সাইকেল যোগে মিটিং এর উদ্দেশ্যে রাজশাহী ব্র্যাকের হেড অফিসে যাওয়ার পথে এক অটোগাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে গেলে পিছনে হতে আসা ড্রাম ট্রাকে চাকার নিচে পড়ে যাওয়ায় ঘটনাস্থলে তাহার মৃত্যু হয়।খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়।
পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে,এবং ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।