নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে নওগাঁয় অবস্থান কর্মসূচী পালন করছে বিএনপির নেতৃবৃন্দরা।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জেলা বিএনপি।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জৈষ্ঠ আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজু শেখ, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দিনব্যাপী তারা অবস্থান কর্মসূচী পালন করবে। কর্মসূচীতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে।
বক্তারা বলেন- ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। ছাত্র – জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে। এছাড়াও এই আন্দোলনে আরও অনেকের প্রাণ গেছে। তাই এই হত্যার বিচার করতেই হবে। ইতিমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন নেতা-কর্মীরা।