(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
সোনালী আঁশে সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, বাংলার পাট বিশ্বমত ”এই শ্লোগানে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে আজ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্বোধন ও সভাপতিত্বে
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল।
রিসোর্স পার্সন হিসেবে থেকে উক্ত বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করেন উপজেলা কৃষি কৃষিবিদ শারমিন সুলতানা ,বড়াইগ্রাম উপজেলা পাট অধিদপ্তর কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ও পাট উন্নয়ন অধিদপ্তর নাটোরের মুখ্য পরিদর্শক আব্দুল হালিম । অন্যান্যর মধ্যে ছিলেন, বড়াইগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রচার প্রকাশন বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব। উপজেলা শ্রেষ্ঠ পাট চাষী কে কেষ্ট দিয়ে সম্মাননা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৭৫ জন পাট চাষী অংশ গ্রহণ করেন।
#
আজ তারিখ
২৪-৬-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com