মোঃজিহাদ আলী তানোর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর তানোরে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক ছেলে শিশুকে (বলাৎকার) ধর্ষণ করার ঘটনায় বলাৎকার কারী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় শিশুর পিতা বাদি হয়ে ১জনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতের নাম রুস্তম আলী (৪৭)। সে কামারগাঁ ইউপির হরিপুর গ্রামের ইয়ার উদ্দীনের পুত্র ও ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক।
মামলার বিবরণ ও পুলিশসহ এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারী মাছ ধরার কথা বলে রুস্তম আলী তার কাদিরপুস্থ পুকুর পাড়ের আম বাগানে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে বলাৎকার (ধর্ষন) করে এবং ভিডিও ধারণ করে রাখে। গত ২৮ মে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে রুস্তম আলী আত্মগোপন করেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে ও ভিক্টিম ওই শিশুর ৬৪ ধারায় জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।