সুকমল চন্দ্র বর্মন (জয়পুরহাট) কালাই।
জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার বিকেল সাড়ে চার টার দিকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েসন অব কালাই’ (ইউসাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ‘এসএসসি’ ও ‘এইচএসসি’তে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থী, ৪১তম ‘বিসিএস’ এর মাধ্যমে নিয়োগ পাওয়া ৯ জন ক্যাডারসহ মোট ১ হাজার ৫০০ জন মেধাবীদের এ সংবর্ধনা দেয়া হয়েছে।শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইউসাকে’র সভাপতি আব্দুল্লাহ আল মোস্তাকিম নোমান।
‘ইউসাকে’র সাধারণ সম্পাদক জিন্নাত আরা জেবিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো.খায়রুল আলম। এছাড়াও বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা পারাভীন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের সহকারী অধ্যাপক ড. স্বজন রহমান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, ‘ইউসাকে’র সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন,রুহুল আমিন,আব্দুল্লাহ আস সাফি সোহান,রাজিব হোসাইন,তাওহীদুল ইসলাম,তানভীর আহমেদ,প্রমুখ।