শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষা
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

দুর্গাপুর প্রতিনিধি
প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্গাপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলাম, সহকারী শিক্ষক মিঞা শামীম হক, মুক্তার হোসেন, সেহেল রানা, বারহাম, মোতালেব, শাহাবুল প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, একটি জাতির শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।

আর প্রাথমিক শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, পুলিশের এসআই, সহকারী কৃষি অফিসার, সরকারী বিভিন্ন দপ্তরের স্মাতক সমমান কর্মকর্তা নিয়োগে দশম গ্রেড করা হয়েছে। তাই বর্তমান অন্তর্বতীকালীন সরকার বৈষম্য দূরীকরনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।

মানববন্ধন শেষে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *