নাটোর প্রতিনিধি
নাটোরের স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলার অভিযুক্ত বিএনপির স্থানীয় নেতা ওয়াহাব আলী এবং আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে সদর উপজেলার চন্দ্রকোল এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, রোববার রাত ৯টার দিকে যৌথবাহিনী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
ওসি মাহবুর রহমান জানান, ‘হামলার ঘটনার পর সাজেদুল ইসলাম সেলিম রোববার রাতেই সাতজনের নামে এবং অজ্ঞাত ১৫ জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেন। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
রোববার দুপুরে, সাজেদুল ইসলাম সেলিম যখন সদর উপজেলার চন্দ্রকলা কলেজ থেকে শহরে ফিরছিলেন, তখন চন্দ্রকলা বাজারে বিএনপি নেতা ওয়াহাবসহ বেশ কয়েকজন তার মোটরসাইকেল আটকায়। পরে তাকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে মোবাইল কেড়ে নেয় এবং হকিস্টিক ও বাটাম দিয়ে বেদম মারপিট করে। হামলার ফলে তার বাম হাত ও বাম পা ভেঙে যায়