বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে গরিব দোস্ত অসহায়দের মধ্যে ইফতার বিতরন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক
আজ পনেরো (১৫ ই মার্চ ২০২৫ ইং) রোজ শনিবার।
আজ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালর মাঠে ও তার আশেপাশে জনসাধারণের মাঝে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি❞ এর গাজীপুর জেলা শাখার উদ্যোগে ❝ইফতার বিতরন কর্মসূচি❞পালন করা হয় এবং সফলভাবে আয়োজিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন এলাকাযর দায়িত্বে থাকা ০৯ জন স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে গরিব অসহাজনদের মাঝে ইফতার বিতরন কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে।
ব্লাড ডোনার সোসাইটির ডাক

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_গাজীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *