গুলি করে নগদের ৬০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ সফিকুল ইসলাম নাজির বিশেষ প্রতিনিধি নরসিংদী আজ ৩০ শে এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের ০২ দুই কর্মীকে গুলি করে ৬০ ষাট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ০৩ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া ৬০ ষাট লক্ষ টাকার মধ্যে ১৪ চৌদ্দ লক্ষ টাকা জব্দ করা হয়।
নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের ২ কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার একজন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলো: নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী (পশ্চিমপাড়া) এলাকার মোশারফ মিয়ার ছেলে মোঃ সোলাইমান মিয়া (৩৭), মাধবদী থানার জিতরামপুর (চরদিঘলদী) এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২৪) ও সদর থানার নরসিংদী পৌর এলাকার শালিধা মহল্লার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০)।

গ্রেফতার বিধান মিয়া আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ঘটনার বিবরণসহ জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মোঃ দেলোয়ার হোসেন পাঠান ও মোঃ শাহিন নামে নগদের দুই কর্মী টাকা নিয়ে নরসিংদী শহর থেকে রায়পুরা যাচ্ছিল। এ সময় পথে তাদেরকে গুলি করে ৬০ ষাট লাখ টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়া নামে জড়িত আরও ১ এক জনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত টাকার ১৪ চৌদ্দ লক্ষ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বিধান মিয়া জড়িত থাকার কথা স্বীকার করে মোট ০৬ ছয় জন মিলে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে জনপ্রতি ১৪ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নেয় বলে স্বীকার করেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন অপরাধে সোলাইমান মিয়ার বিরুদ্ধে ৪টি ও মো. হৃদয়ের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল সাড়ে ০৯ টার দিকে নরসিংদী শহর থেকে ৬০ ষাট লক্ষ টাকা নিয়ে রায়পুরা যাওয়ার পথে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ (মাহমুদনগর) এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নগদের ০২ কর্মী পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *