রাজশাহী পবাতে মসজিদে অজ্ঞত ব্যাক্তির চিঠি কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ শাকিল আহমাদ স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহী জেলার পবা উপজেলার শাহমখদুম থানা ধীন নতুন ফুদকি পাড়া (ঘোষ পাড়া) মসজিদে অজ্ঞত ব্যাক্তির চিঠি কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫-৭ জন। ৪ মার্চ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, নাম হীন ব্যাক্তির চিঠি ইমাম সাহেব পড়ে। যে খানে লেখা আছে মসজিদে এক ব্যক্তি সামনের সারিতে চেয়ারে বসে নামাজ পড়ে তার জন্য কাতার সোজা হয় না এবং মসজিদের গত ৩ বছরের আয় ব্যয়ের হিসাব দেওয়ার জন্য উক্ত চিঠিতে কোন ব্যক্তির নাম উল্লেখ করা নাই। কে এই চিঠি দিয়েছে এই নিয়ে মুসল্লিদের মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এই তর্ক বিতর্ক সৃষ্টির এক পর্যায়ে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সংঘর্ষে মুসল্লিদের দুই পক্ষের ইমাম সহ প্রায় ৫-৭ জন আহত হয়েছে। তাদের কারো মাথায়, কারো পা, কপাল, হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছেন। বর্তমানে তারা উভয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উভয় পক্ষের কাছে জানতে চাইলে, তারা একে অপরের দোষ দেন।
এলাকাবাসী জানান, মসজিদ নিয়ে দুপক্ষের সংঘর্ষের কারন সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে এর সমাধান করা হক।

এ সম্পর্কে শাহমখদুম থানা অফিসার ইনচার্জ মাসুমা আক্তার মুশতারী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, এবং তারা উভয় পক্ষ আমার কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যাবস্থা গ্রহন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *