বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর পিতা মসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (২৪ মার্চ) ভোর রাত্রি ৪ টা ২০ মিনিটে তার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সোমবার বাদ যোহর গাওপাড়া কেন্দ্রীয় গোরস্থান মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় নানা শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশ নেন।
মসলেম উদ্দিন বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু সহ ৪ পুত্র সন্তান ও এক কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।