শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি
পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমাদানকে কেন্দ্র করে মহিমান্বিত কুরআনের আলোকে ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হতে যাচ্ছে ‘৪র্থ কুরআনর অনুবাদ পাঠ প্রতিযোগিতা’।
আগামী ৮ই এপ্রিল (২৮ই রমাদান) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে ৭ই এপ্রিল (২৭ রমাদান) পর্যন্ত।প্রতিযোগিতার সিলেবাস হিসেবে থাকছে পবিত্র আল কুরআনের ৩০ তম সম্পূর্ণ এবং সূরা আল-ফাতিহা, সূরা আন-নূর, সূরা হুজুরাত। প্রথম ত্রিশজন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
কুরআনের অনুবাদ পাঠের অনুভূতি একদমই ব্যতিক্রম। প্রিয়জন যখন আমাদেরকে কোনো টেক্স পাঠায় কিংবা ভয়েস পাঠায় আমরা মনোযোগ দিয়ে তা পড়ি, শুনি। কখনো কখনো বারবার পড়তে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লাও তো আমাদেরকে তার টেক্সট পাঠিয়েছেন পবিত্র কুরআনে। আমরা প্রতিনিয়ত তিলাওয়াত করলেও সেটা কেবল তিলাওয়াতেই সীমাবদ্ধ। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি না এর অর্থ। পবিত্র কুরআনে করিমকে সাধারণ শিক্ষার্থীদের কাছে বোধগম্য করার উদ্দেশ্যে এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।
অর্থনীতি বিভাগ ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী শহিদুজ্জামান সরকার শাওন বলেন, পবিত্র কুরআন ইসলামী জীবন ব্যাবস্থার মূল উৎস হলেও সাধারণত আমাদের ক্যাম্পাসের সাধারণ মুসলিম শিক্ষার্থীরা কুরআন থেকে বিমুখ। আর কুরআনের ভাষা আরবি হওয়াতে সাধারণ শিক্ষার্থীদের এই অনীহা। তাই পবিত্র কুরআনে করিমকে সাধারণ শিক্ষার্থীদের কাছে বোধগম্য করার উদ্দেশ্যে প্রতিবছর এ আয়োজন আমরা করে থাকি।
সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এ প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকছে ১ম পুরস্কার নগদ ১০,০০০/- (দশ হাজার টাকা) ও বই। ২য় পুরস্কার নগদ ৮০০০/- (আট হাজার টাকা) ও বই। ৩য় পুরস্কার নগদ ৬০০০/- (ছয় হাজার টাকা) ও বই। ৪র্থ পুরস্কার নগদ ৪০০০/-(চার হাজার টাকা) ও বই। ৫ম পুরষ্কার নগদ ৩০০০/- (তিন হাজার টাকা) ও বই। ৬ষ্ঠ—১০ম পুরস্কার নগদ ২০০০/-( দুই হাজার টাকা) ও বই। ১১-২০তম পুরষ্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকছে ১০০০ টাকা সমমূল্যর বই এছাড়াও ২১-৩০ তম পুরষ্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকছে ১০০০ টাকা সমমূল্যর বই এবং অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে শুভেচ্ছা উপহার।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপে অনলাইন মাধ্যমে বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) হবে গুগল ফরমে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে সরাসরি।
উল্লেখ্য করোনাকালীন সময় (২০২০ সাল) থেকে জাবির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নিয়মিত আয়োজিত হয়ে আসছে পবিত্র কুরআনের এ আয়োজন।