আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় আয়োজিত সভা। সচেতন হোন, মানব পাচারের ঝুঁকি থেকে মুক্ত থাকুন ।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মৌঃ মাসুদ নরসিংদী
নরসিংদী থানাধীন,পাঁচদোনা মোরসংলঙ্গে টি এম এস এস’র সহযোগিতায় , iom কর্তৃক বাস্তবায়নে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা। ১৯/৩/২৪ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার নরসিংদী জেলার সদরে অনুষ্ঠিত হয়। বলা হয় পাচারকারীর মিথ্যা আশ্বাসে পা দেবেন না সর্বস্বান্ত হয়ে মৃত্যুর মুখে পড়বেন না কাজের কর্মী ও শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ বিদেশ গমন করছে এদের অনেক কি দালালের প্রতারণায় পড়ে বিপদগ্রস্ত হচ্ছে। জন সচেতনতা বৃদ্ধি পায় প্রয়োজনীয় করণীয় এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে অবগত করতে নিরাপদ অভিবাসণ ও মানব পাচার প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয় । নরসিংদী জেলা সদরে কৃষি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে কনফারেন্স রুমে, আলোচনা করন। উপস্থিত ছিলেন i o m এর এ্যাসেসটিন রিপন চক্রবর্তী, টি এম এস এস এরিয়া ম্যানেজার মোঃ রেজাউল করিম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, ইউপি সদস্য,মোঃ জিয়াউর রহমান, ইমাম, সাংবাদিক শিক্ষিকা, ব্যবসায়ী,ও বিদেশ ফেরত ব্যক্তি। গ্রুপ সভানেত্রী, গ্রাম্যা মাতুব্বার তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ।

# মোঃ মাসুদ নরসিংদী
প্রতিনিধি
# মোবাইল, ০১৮২৮৮৭২০৭৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *