কালাই প্রতিনিধি:- সুকমল চন্দ্র বর্মন।
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হায়াতের সভাপতিত্বে মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া খেলা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ও আগামী ৮ ই মে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে শান্তি শৃঙ্খলার বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদঅরুণ চন্দ্র রায়, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও প্রেসক্লাব কালাই সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন।সভাপতি ইউ এন ও মহোদয় সমাপনী বক্তব্যে ওই সব কার্যকলাপ বন্ধ ও প্রতিরোধের এবং ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সকলের কাছে সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।