তানজিলা ইসলাম মিসকা স্টাফ রিপোর্টার
প্রথমবারের মতো মিডনাইট শো প্রদর্শনের আয়োজন করতে যাচ্ছে ঢাকার সাভার নবীনগরে অবস্থিত দেশের অন্যতম সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল সেনা অডিটোরিয়াম। আজ রাত ১১টা ৪৫ মিনিটে এই হলে প্রদর্শিত হবে আলোচিত সিনেমা ‘বরবাদ’।
শুক্রবার সকাল থেকেই সেনা অডিটোরিয়ামে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। ‘বরবাদ’ দেখতে সকাল, দুপুর ও বিকেলের শো-তে ছিল টিকিটের জন্য ব্যাপক চাহিদা। দর্শকদের ব্যাপক আগ্রহ ও চাপে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় প্রথমবারের মতো রাতের বেলায় বাড়তি শো চালানোর।
সিনেমা হলে মিডনাইট শো নতুন কিছু না হলেও সিঙ্গেল স্ক্রিন হলে এমন আয়োজন এখনও বিরল। সেনা অডিটোরিয়ামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিনেমাপ্রেমীরা।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি দর্শকদের আগ্রহ এমনই থাকে, তাহলে ভবিষ্যতেও বিশেষ সিনেমা উপলক্ষে মিডনাইট শোর আয়োজন অব্যাহত থাকবে।