হাতিরপুলের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে হাতিরপুলের আগুন

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :

প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো এটি পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

তিনি বলেন, আমরা প্রথম সংবাদ পেয়েছি ৬টা ৪ মিনিটে। এরপর ৬টা ১৩ মিনিটে আমরা এখানে উপস্থিত হই। আর ৮টা ৩৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন পর্যন্ত ৭-৮ জন লোককে ওপর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত কিংবা নিহত হওয়ার খবর আসেনি।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে নৌবাহিনীর ২টি অগ্নিনির্বাপণ টিম। ওয়াটার টেন্ডার, ওয়াটার ফোম টেন্ডারসহ মোট ১০ জন সদস্য এখানে কাজ করেন।

এছাড়া পুরো ভবনটি কার্পেট ও কাপড়ের গোডাউন হিসেবে ব্যবহৃত হলেও এর চারতলায় একটি পরিবারের বসবাস ছিল। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *