আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে জমিদার বাড়ি এসে পৌছে। পরে মুনি ঘোষের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।
রথযাত্রা উপলক্ষে গতকাল রবিবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন।
আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী অনুপ কুমার দত্ত বদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড: ওমর ফারুক সুমন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,শফিকুল ইসলাম বাবু, ইউপি সদস্য ডা.মোসলেম উদ্দিন,
অনুঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথ মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী. নারায়ন, উপদেষ্টা শ্রী দুলাল ঘোষ, উপদেষ্টা কালিদাস মালাকার, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্য অভিজিৎ চৌধুৃরী, , সুব্রত ঘোষ, সুনিমল ঘোষ,শ্রী সুবোধ কুমার ঘোষ প্রমূখ।#