মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
উদিত রবির প্রথম আলো, দূর করুক সকল কালো।
বাংলা ১৪৩২ সন আপনার জীবনে বয়ে আনুক কল্যাণ, সুখ ও সমৃদ্ধি। জেলা পুলিশ, হবিগঞ্জের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।
আজ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। সারা দেশের মত হবিগঞ্জ জেলায়ও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি। সকাল ০৯:০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, হবিগঞ্জ, জেলা প্রশাসক, হবিগঞ্জ। এছাড়াও উক্ত শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত নাগরিকবৃন্দ, সাংবাদিকগণ ও প্রাণ প্রিয় ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন।