স্টাফ রিপোর্টার রাম বাবু বর্মন
কলাইয়ে এক ব্যতিক্রম জনবান্ধব ও পরিশ্রমী সরকারি কর্মকর্তা জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত। তিনি ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। তার হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পেলেন অসহায় হেলাল উদ্দিনের পরিবার ।
হেলাল উদ্দিন উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত ইন্দাজ আলীর ছেলে।
জানাযায়, হেলাল উদ্দিন গত ৪ বছর আগে সরকারি ঘর পেলেও বিদ্যুৎ সংযোগ না পেলে চরম ভোগান্তিতে পরে । সে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগের জন্য যোগাযোগ করলে তাকে জানিয়ে দেওয়া হয় সরকারি বরাদ্দের বিদ্যুতের খুঁটি না থাকায় তাকে সংযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে তিনি অসহায় হয়ে পরে।
এমন সংবাদে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের নজরে গেলে তিনি তৎক্ষণাৎ হেলাল উদ্দিনের বাড়ি পরিদর্শন করেন এবং তাকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এতে অসহায় হেলাল উদ্দিন স্বস্তি ফিরে পায়। এরপর ১৫ দিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করে দেন ইউএনও আবুল হায়াত।
এ বিষয়ে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, আমি ৪ বছর আগে সরকারি ঘর পেয়েও বিভিন্ন মাধ্যম দিয়েও যখন বিদ্যুৎ পাচ্ছিলাম না তখন আমি অসহায় হয়ে পড়ি। ওই সময় গুলো আমাকে অনেক কষ্ট পার করতে হয়েছে। একদিন ইউএনও আবুল হায়াত স্যার আমার বাড়িতে এসে আমার ও পরিবারের খোঁজ খবর নেন। তখন বিদ্যুৎ পাওয়ার কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর ১৫ দিনের মধ্যেই আমার বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করেন ইউএনও স্যার। দোয়া করি আল্লাহ যেন এ রকম স্যারকে সুস্থ এবং সবসময় আমাদের মাঝে রাখুক। তাহলে আমারমত অসহায়রা অনেক কষ্ট থেকে মুক্তি পাবে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।