তানজিলা মিসকা
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের নাট্য অঙ্গনের প্রিয়মুখ, জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। আজ ১৫ এপ্রিল (সোমবার) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গুলশান আরা আহমেদ ছিলেন একজন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রজগতের নিরব সাধক। দীর্ঘ সময় ধরে তিনি অভিনয় করে গেছেন নানা চরিত্রে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে। এই নাটকে তিনি কাবিলার মা এবং নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে দর্শকদের মনে দাগ কেটে যান। তার সহজ-সরল সংলাপ আর স্বভাবসুলভ কমেডি তাকে আলাদা করে জনপ্রিয় করে তোলে।
অভিনয় জীবনের শুরুটা ছিল ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে। এরপর ধীরে ধীরে কাজ বাড়ে তার—মঞ্চ থেকে টেলিভিশন, এমনকি চলচ্চিত্রেও তিনি নিজের জায়গা করে নেন। প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত সিনেমা ‘কদম আলী মাস্তান’-এও তিনি অভিনয় করেছিলেন।
গুলশান আরা আহমেদের চলে যাওয়া বাংলাদেশের বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি। তার অভিনয়ের ভক্তরা আজও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন, শোক জানাচ্ছেন।
হয়তো খুব বেশি শিরোনামে আসতেন না, কিন্তু দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সবার অজান্তেই।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।