( মোঃ নুরুল আলম, বার্তা সম্পাদক
বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার পৌর সভার কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। মেয়র মোঃ জহিরুল ইসলাম মহোদয়। পরিদর্শন কালে ক্রেতা,বিক্রেতা, ব্যবসায়ী ও ইজারাদার দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। বিক্রেতাদের দাম সীমার মধ্যে রাখতে বলেন,ক্রেতাদের ক্রয়কৃত পশুর রশিদ গ্রহণ করতে বলেন। ইজারাদার দেরকে কোরবানি পশু বিক্রেতাদের সুযোগ -ঝ সুবির দিকে খেয়াল রাখতে বলেন। তথা কোরবানির পশুর হাটের ক্রেতা,বিক্রেতা টাকা লেনদেনের ক্ষেত্রে। জাল বা অচল মনে হলে পাশে সোনালী, ইসলামি ব্যাংকের কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা দিতে বলেন।