স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার পেলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, তদন্ত ওসি জাহাঙ্গীর আলমসহ ৪পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১১জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়েে সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এই পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।
জানা গেছে- মে/২০২৪ মাসে বিভিন্ন অপারেশনাল কাজে সফলতা অর্জন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার ভালুকা মডেল থানসর ওসি শাহ কামাল আকন্দ, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীও অফিসার সহ ৪জনের তাদের হাতে ৪ টি পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।
সে সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
এ পুরস্কার পাওয়ায় বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি, রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি শাহ কামাল আকন্দ । তিনি আরো বলেই এই ধরনের পুরস্কার নিশ্চয় ভালুকা মডেল থানা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।
ওসি শাহ্ কামাল আকন্দ আরো জানান,পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সহযোগিতায় শিল্প নগরী ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই। অভিনন্দন ও প্রত্যাশা রইল তিনি কর্মের স্বীকৃতিতে উৎসাহী হয়ে কর্মজীবনে তিনি আরও ভালো কিছু করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।