বাল্যবিয়ে মুক্ত বাঘা পৌরসভা গঠনে সমন্বয় সভা অনুষ্ঠিত।

Uncategorized
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এবং বাঘা পৌরসভার সহযোগিতায় পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভা বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) সকাল ১১ ঘটিকায় বাঘা পৌরসভার মেয়র মোঃ আক্কাস আলী মহোদয় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পৌর কাউন্সিল মোঃ শফিকুল ইসলাম, হাজেরা বেগম,সাবিনা বেগম,মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, বাঘা রহমাতুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ বাবুল ইসলাম, স্ব উন্নয়ন এনজিও সংস্থার নির্বাহি মোঃ আবু বকর, কাজী মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তৃাগন পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতনের মূল কারন হিসেবে বাল্যবিয়েকে দায়ী করেন। কিশোরীদের পাশাপাশি কিশোরদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন আয়োজনের মতামত প্রদান করেন। প্রধান শিক্ষক নিজ বিদ্যালয়ে এসেম্বলিতে বাল্যবিয়ে না করার শপথ বাক্য নিয়মিত পাঠ করার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া সকল অংশগ্রহণকারীগন নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি বাঘা পৌর মেয়র মোঃ আক্কাস আলী বাল্যবিয়ের মত এই ভয়াবহ অভিশাপ থেকে সমাজ কে মুক্ত করতে সম্মিলিত ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আগামীতে বাঘা পৌরসভা কে বাল্যবিয়ে ও নারী নির্যাতন মুক্ত শান্তিময় নগরী হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) এডঃ মোঃ সামাউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে পৌর জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি , কাজী প্রতিনিধি, সহ এনজিও প্রতিনিধিগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *