মোঃ ইলিয়াস মোল্লা
আজ আঠারো (১৮ ই মে) ২০২৪ ইং রোজ রবিবার।
⚠️⚠️⚠️ আমাদের সুন্দর কয়েকটি পদক্ষেপই পারে- গাজিপুর জেলাকে সেরা সেচ্ছাসেবী গ্রুপে পরিণত করতে।
পদক্ষেপ গুলো নিম্ন রূপ নিম্নোক্ত রুলস গুলো অবশ্যই পড়বেন 👇
১। কেন্দ্রীয় সকল সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নিতে হবে।
২। গ্রুপে কোনো অপ্রসাঙ্গিক মেসেজ কিংবা ছবি দেওয়া যাবেনা
(রক্তের ব্যাপার ছাড়া)।
৩। ব্লাড এর রিকোয়েষ্ট আসলে আড্ডা অফ রেখে সকলেই ম্যানেজ করার চেষ্টা করতে হবে🤎।
৪। গ্রুপে কোনো “নোটিশ” দেওয়া হলে ৩০ মিনিট কোনো প্রকার টেক্সট বা ইমুজি দেওয়া যাবে না।
৫। ব্লাড এর কোনো রিকোয়েষ্ট করতে চাইলে– প্রথমে বন্ধুমহলের ফেসবুক গ্রুপ এ পোস্ট করবেন, কয়েক মিনিটের মধ্যে পোস্টের কমেন্টে রিকোয়েস্ট নং দিয়ে দিবে এডমিনরা, সেই রিকোয়েস্ট নং সহকারে লিখে পরে পোস্ট টা মেসেঞ্জার গ্রুপে নিয়ে আসবেন।
৬। ৷ কোনো দায়িত্বশীল ম্যাসেজ অথবা নোটিশ দিলে উক্ত ম্যাসেজ এর উপর রিয়েক্ট দিয়ে রেসপন্স করবেন।
৭। ⚠️⚠️⚠️⚠️ এই ইমুজি দেওয়ার পর কোনো প্রকার টেক্সট দেওয়া যাবে না ৷ মনে করতে হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলা হবে।
৮। সিঙ্গেল কোনো ইমোজি ব্যবহার করা যাবে না। তবে মেসেজের উপর রিয়েক্ট দেওয়া যাবে।
৯। আউট কোনো প্রকার লিংক বা ভিডিও শেয়ার করা যাবে না।
১০। গ্রুপে একে অপরকে অবশ্যই সম্মানের সাথে কথা বলবেন -এবং(আপনি আপনি করে সম্বোধন করতে হবে)।
১১। অবশ্যই গ্রুপে সকল মেসেজ~ বাংলাতে লেখালেখি করতে হবে।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি
🤎ঢাকা জেলা🤎
উপরের নিয়মগুলো পরে নিবেন।
প্রিয়,,, অবশ্যই যথাযথভাবে মানার চেষ্টা করবেন।