(নিজস্ব সংবাদদাতা মোঃ জামান মোল্লা) ১৬ মার্চ ২০২৪ইং
বাংলাদেশ রাফা সোসাইটি রংপুর জেলা আহবায়ক কমিটি আগামী ২৩শে মার্চ ২০২৪ইং রোজ শনিবার রংপুর জেলা কমিটি কার্যালয়ে সাধারণ সভা ও ইফতার পার্টি উপলক্ষে গতকাল প্রস্তাতি সভার আয়োজন করেছেন।উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সম্মানিত আহবায়ক অনারারী লেঃ মোঃ আব্দুর রহিম অবঃ সাহেব, আরো উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা অনারারি ক্যাঃ নয়ন মিয়া, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক উপদেষ্টা ওয়াঃ অফিসার মোঃ রফিকুল ইসলাম অবঃ, সদস্য সচিব সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির অবঃ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন অবঃ, সহ সভাপতি কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম অবঃ, অর্থ বিষয়ক সার্জেন্ট মোঃ তৌহিদুল ইসলাম অবঃ সহ অন্যান্য নেতা কর্মী। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি সিঃ ওয়াঃ অফিসার মোঃ জহিরুল ইসলাম অবঃ সিঃ সহ সভাপতি সার্জেন্ট কাজী মোঃ আজিজ উদ্দিন অবঃ সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ জামান মোল্লা অবঃ রংপুর জেলা কমিটি সম্মানিত সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন করেন।