(স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন)
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের পুনট কর্মকার পাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির অঙ্গনে ২৫ ফাল্গুন ১৪৩০ বাংলা (৯ মার্চ ২০২৪ ইংরাজি) শনিবার শ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্হপন ও অধিবাসী,
২৬,২৭ও২৮ ফাল্গুন ১৪৩০ বাংলা (১০,১১ও১২ মার্চ ২০২৪ ইংরাজি ) রবি, সোম ও মঙ্গলবার ২৪ প্রহর ( ৩ দিন) ব্যাপী হরিবাসর চলছে।
নীলা কীর্তন অনুষ্ঠানের
(প্রধান অতিথি ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,
(বিশেষ অতিথি) মিনফুজুর রহমান মিলন চেয়ারম্যান উপজেলা পরিষদ,
(অনুষ্ঠানের সভাপতি)
স্বাধীন সিংহ ও সাধারণ সম্পাদক উজ্জল কর্মকার,
(নীলা কীর্তন পরিবেশনায়)
১ শ্রীযুক্ত বাবু হরিদাস (সাতক্ষীরা)
২ শ্রীযুক্ত বাবু চৈতন্য দাস উত্তম (যশোহর)
৩ শ্রীযুক্ত বাবু সুরঞ্জন সরকার (শুভ ) মানিকগঞ্জ ঢাকা
৪ শ্রীমতি কৃষ্ণা দাসী
(ফরিদপুর)
৫ কুমারী বৈশাখী সরকার
(নজিরপুর নওগাঁ)
৬ শ্রী বাবু অংকন মহন্ত
(রাজশাহী )
আপনারা সবাই আমন্ত্রিত।