নিজস্ব প্রতিবেদক
পুলিশ সুপার রাজশাহী মোঃ আনিসুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০২/১১/২০২৪ তারখি ০৩.৩০ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রামস্থ বায়তুস সালাম জামে মসজিদের সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। শ্রী রঞ্জিত কুমার (৩০), পিতা-শ্রী কুরান চায়, সাং-মোল্লাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ০৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার মামলা নং-০৩, তাং-০২/১১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৯(ক)/৪১রুজু হয়। মামলাটি তদন্তাধীন।
