মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় ১৭ ই সেপ্টেম্বর উপজেলা হলরুমে মঙ্গলবার সকাল ১১,০০ টার সময় উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মাসিক শিক্ষক সমন্বয় সভা ও পবিত্র ঈদে মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা,স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয়ের ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম,
প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের রাজশাহী কার্যালয়ের পরিচালক আনিসুজ্জামান সিকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সহকারী কমিশনার ভুমি জোবাইদা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মুকছেদ আলী,ফিল্ড সুপারভাইজার মুসলেহুদ্দীন,জাহাঙ্গীর আলম সহ মসজিদ ভিত্তিক ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক গণ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর কবির (সাধারণ কেয়ারটেকার)।