খান্দুরা দরবার শরিফের উদ্যোগ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ﷺজুশনে জুলুস পালিত

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টোর মোঃ জুয়েল খান (ব্র্যাহ্মণবাড়ীয়া নাসিরনগর) 🇧🇩
ব্র্যাহ্মণবাড়ীয়া জেলা নাসিরনগর উপজেলা খান্দুরা দরবার শরিফের উদ্যোগ ঈদে-এ-মিলাদুন্নবী ﷺ
আজ ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নাবী (ﷺ)।
সারকারে দো-আলম, সৈয়েদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবীন, রাহাতুল আশেকীন, ফারহাতুল মাগনাবিন, খাতেমুন নাবিয়্যন, নাবীয়্যানা ওয়া শাফিয়েনা, সাইয়েদেনা ওয়া মাওলানা হযরত আহম্মাদে মুজতাবা, মুহাম্মদে মুস্তফা (ﷺ) এঁর মহা পবিত্র ঈদে মিলাদুন্নাবী (ﷺ)

সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে
() খান্দুরা দরবার শরিফের আউলাদে রাসুল পীর জাদা আলহাজ্ব সৈয়দ শরীফুর রহমান শরিফ সাহেবের পক্ষে থেকে জশনে জুলুস এ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেলি আয়োজন করা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

মহামানব হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন।

সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতায় বিশ্বাস করত, তখন মহান আল্লাহ তাআলা তাঁর পেয়ারা হাবিব বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে রহমতস্বরূপ বিশ্বজগতে পাঠিয়েছিলেন। তিনি ৪০ বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হন। এরপর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। এরপর মহানবী (সাঃ) দীর্ঘ ২৩ বছর এ বার্তা প্রচার করে ৬৩ বছর বয়সে দুনিয়ার জিন্দেগী ত্যাগ করেন।

পবিত্র ঈদে এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বিশাল বড় রেলি আয়োজন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন৷ আওলাদে রাসুল পীর জাদা সৈয়দ ওমর ফারুক সাহেব খান্দুরা দরবার শরিফ (মোঃ জিতু মিয়া খান্দুরা ভক্ত) মোঃ হাবিবুর রহমান মেম্বার হালুয়াপাড়া জামে মসজিদের ইমাম সাহেব গোপালপুর জামে মসজিদের ইমাম সাহেব
সাংবাদিক মোঃ জুয়েল খাঁন প্রমুখ ( স্হান) মাধবপুর হালুয়াপাড়া গোপালপুড় হাজীপুর চান্দুরা
সহ অনেক গ্রামের ভক্তবৃন্দু মুরিদান অসংখ্য জায়গায় থেকে আসা মেহমান –উপস্থিত ছিলেন

(সার্ভিক আয়োজনে) খান্দুরা দরবার শরিফের আউলাদে রাসুল পীর জাদা আলহাজ্ব সৈয়দ শরীফুর রহমান শরিফ সাহেব খান্দুরা দরবার শরীফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *