(নাসিরনগর উপজেলা(প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়ীয়া জেলা নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব পীরজাদা মুহাম্মদ রিয়াজুল করিম আল কাদেরী সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান গিলমান সাংগঠনিক আক্তার হোসেন আর উপস্থিত নাসিরনগর উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সুন্নী জনতা
নেতৃত্বে আজ সারাদিন জশনে জুলুসের প্রচারণায় বাইক শোডাউন।
রবিউল আউয়াল আইলেই মনটা কেমন উতলা হইয়া উঠে, খেয়াল করছেন? যেন পাইছি কিছু একটা। এমন কিছু, যেইটার পর আর চাইবার মতো কিচ্ছু নাই। কলিজার প্রতি কোষে প্রাপ্তির তৃপ্তি ঢেউ খেলাইতে থাকে। মাঠে নাইমা জুলুস তো অনেক পরে হয়, অন্তরের জুলুস ঢের আগে থেইকা শুরু হইয়া যায়।
আল্লারে জিগাইলাম— আল্লাহ এমন কেন হয়?
আজি এ নিশীথে কোন সে খুশিতে হৃদয়ে জোয়ার বয়?
আল্লাহ বললেন, ওয়া মা আরসালনা-কা ইল্লা রহমাতাল-লিল-আলামিন। সমগ্র জগতের রহমতকে তোমাদের কাছে পাঠাইলাম, হৃদয়ে খুশির জোয়ার বইবো না?
তয়, একদল যে বেদাত বইলা চিক্কুর পারে?
দুনিয়ায় কত নিয়ামতই না দিলাম, সবাই কি সবটা পায়? তকদির! তকদিরেও থাকা লাগে।