স্বাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি
নাটোর প্রাণ এগ্রো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা তাঁদের ২৪টি দাবী নিয়ে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে।সোমবার(২রা সেপ্টেম্বর-২৪) সকাল থেকে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় অবস্থানরত প্রাণ
এগ্রো লিমিটেড কারখানার মূল ফটকের সামনে পরে ভেতরে তারা এই বিক্ষোভ কর্মসুচি পালন করেন। বিক্ষোভ/আন্দোলনরত শ্রমিকরা সংবাদ কর্মীদের জানান,তারা বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে
প্রাণ কোম্পানীতে শ্রম দিয়ে যাচ্ছেন। কিন্তু তারা তাদের ন্যায্য বেতন পান না। অনেক সময় অনেক কর্মকর্তাদের কাছে আবেদন করেও এর কোনও সমাধান হয়নি। এছাড়াও কোম্পানিটির কর্মকর্তারা ইচ্ছেমতো
শ্রমিক ছাটাই করেন।তাই তারা বাধ্য হয়ে এই কর্মসুচি দিয়েছেন।
তারা আরও জানান,বেতন বৃদ্ধি,ঈদ বোনাস বৃদ্ধি,ইচ্ছে মতো শ্রমিক ছাটাই বন্ধ করা,
যোগ্যতা অনুযায়ী পদোন্নতি সহ ২৪ দফা দাবী নিয়ে আমরা প্রাণ এগ্রো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ/আন্দোলন করছি,আমাদের দাবী মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন থামবে না চলতেই থাকবে।আমাদের দাবি মেনে নিলেই আমরা কর্মে ফিরে যাবো।
এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের সাথে কথা হলে শ্রমিক-কর্মচারীদের ২৪ দফা দাবীর মধ্যে ১১ টি দাবী মানার কথা বললেও তাদের মূল দাবী বেতন বৃদ্ধির বিষয়ে কোন কথা বলেনি।