রাজশাহী জেলা প্রতিনিধি।
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহীর বাঘায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, যুগ্ম আহবায়ক আশরাফ আলী মলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু,বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, সাবেক যুবদল নেতা মোখলেচুর রহমান মুকুল, , উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
এছাড়াও এ অবস্থান কর্মসূচিতে ছিলেন, যুবদল নেতা আবু সালেহ সালাম, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার, পৌর বিএনপি নেতা আফাজ উদ্দীন, যুবদল নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন, সাবেক ছাত্রদল নেতা সাহবাজ আলী, বাঘা পৌর যুবদল নেতা তানভীর ফয়সাল তূর্য সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেত-কর্মী।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের, লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুথানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।