আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে:
ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই নওগাঁর আত্রাই নদীর ওপর নব-নির্মিত বৃহত্তর আত্রাই সেতুর উপরের দুই পাশের দেয়ালে কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দেয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউবা আবার ব্যস্ত শ্লোগান লেখায়। অপেশাদার হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে এ যেন সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা।
গ্রাফিতির এ কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল-মাদ্রাসা পড়ুয়া শত শত ছোট বড় শিক্ষার্থীরা। সরজমিনে দেখা যায়, দেয়াল কর্ম এবং গ্রাফিতিতে স্মরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের। তবে বেশিরভাগ জায়গায় স্থান পেয়েছে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শহীদ ফাহমিন। এছাড়া শোন মহাজন আমরা অনেক জন’ আমার রঙে স্বাধীনতা, স্বাধীনতা এনেছি, আমরা দেখিনি ৭১ তবে ২৪ দেখেছি’ বিকল্প কে? কত হলো প্রাণ বলিদান’ বুকের ভেতর অনেক ঝড়’ বুক পেতেছি গুলি কর’ সবাই মিলে গড়বো দেশ, ‘স্বাধীনতার সুর্যোদয়’, ‘নতুন স্বাধীনতা ২০২৪’ সহ বিভিন্ন পোগান লেখা হয়েছে দেয়ালগুলোতে।
গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের একটি সৃজনশীল এবং প্রতিবাদী কর্মকান্ড। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেজন্য সবার আগে পরিবেশ সুন্দর করা প্রয়োজন। তাই আমরা সবার জায়গা থেকে এগিয়ে এসেছি। গ্রাফিতি আঁকা অরেক শিক্ষার্থী সাব্বির মাহমুদ জানান, দেয়াল চিত্র অঙ্কন করার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায়৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
করেছেন। এ সময় সড়কে পড়ে থাকা হট এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। এ স্থানে
যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোল শিক্ষার্থী মারিয়া সুলতানা মিতু বলেন, দেয়ালে চত্বর নির্মাণের দাবিও জানান তিনি।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
০১৭১৪৭২৪৯২৬
১৬/০৮/২৪