লালপুরে বিএনপি নেতাসহ ১৩ জনের নামে মামলা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ শিহাব উদ্দিন টোকন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতিসহ ১৩ জনের নামে লালপুর থানায় মামলা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের মোরদহ মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার আরবাব ইউনিয়নের হাসেমপুর গ্রামের মৃত বিরেন্দ্রনাথের ছেলে শ্রী বিনয় কুমার (৬৫), তার ছেলে সজীব কুমার (২৭) ও বিপদ কুমারের ছেলে দিপু কুমার (২০)। অভিযুক্ত হলেন- আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেন (৫০), রায়হান আলী (৪৫), শিশির আহমেদ পলক (৩০), সাইদুল ইসলাম (৪৫), মোতালেব হোসেন (৩৫), সুইটি ইসলাম (৩০), সাদ্দাম (২৫), আসমত আলী (৪৭), পিয়াস আলী (২৮), জাহাঙ্গীর আলম কালু (৫০),  শাহিন আলী (৫০), নৃপেন্দ্রনাথ মন্ডল (৬০), নিতাই মন্ডল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিপেন্দ্রনাথ মন্ডল ও তার ভায়ের ছেলে বিনয় কুমারের সাথে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে।

শুক্রবার সকালে বিনয় কুমার বিরোধপূর্ণ সেই জমিতে চাষ করতে যান। এসময় তার কাকা নিপেন্দ্রনাথের ভাড়াটিয়া লোকজনসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়ি বিনয় কুমার, সজীব কুমার ও দিপু কুমারকে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত বিনয় কুমার জানান, সকালে তারা তাদের জমিতে পাটের বীজ বপন করতে গেলে তার চাচা নিপেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শামীম হোসেনসহ, রায়হান,  সাদ্দাম, সুইট, মোতালেব, সাইদুল তাদের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শামিম হোসেন মুঠোফোনে জানান, আমরা বিরোধকৃত জমিতে উপস্থিত হয়ে চাষাবাদ করতে নিষেধ করেছি।

তবে কাউকে মারপিট করা হয়নি। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এ ব্যাপারে বিনয় কুমার বাদী হয়ে ১৩ জনের নামে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *