নওগাঁয় জামায়াতে ইসলামির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

আব্দুল মজিদ মল্লিক নিজস্ব প্রতিবেদক নওগাঁ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী কারো চক্ষু রাঙ্গানিকে পরোয়া করে না। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো সুযোগ নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৩০০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

তিনি বলেন দেশ নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না। সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চলটিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, অ্যাড: আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ,কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ আসনের এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম প্রমূখ।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *