দ্রুত নির্বাচন দিন, দেশ শাসন কে করবে সিদ্ধান্ত নেবে জনগণ’

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দেশ শাসন কে করবে- সেটি জনগণ সিদ্ধান্ত নেবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব)’ উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, অনেকে বলে বিএনপি তাড়াতাড়ি ভোট চায়। বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে। সাধারণ মানুষের মনের কথা বুঝে। সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে, কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে। সেজন্য বিএনপি বলছে, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দ্রুত দেওয়া হবে, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজকের বাস্তবতায় সেটি (নির্বাচন) হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা।

তিনি বলেন, জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে। গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে। অর্থাৎ মানুষ চিন্তা করবে তারা ভোট কাকে দেবে। দেশ শাসন কে করবে— সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। সংস্কার অবশ্যই হবে। সংস্কার করতে হলে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জনআকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। সবকিছু আপনি-আমি করে ফেললে হবে না। মানুষ কী চায় এবং তাদের মতামতের সুযোগ হচ্ছে ভোট।

ডা. জাহিদ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালে কর্মসূচি দিয়েছিলেন ‘ভিশন ২০৩০’। এরপরে আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালের ডিসেম্বরে রাষ্ট্র মেরামতের ২৭ দফা কর্মসূচি দিয়েছেন। আর ২৩ সালের জুলাই মাসে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে ২৭ দফাকে ৩১ দফা করে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএনপি শুধু নিজের কথা বলে তা নয়; বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে।

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রেসক্লাবের সামেন পৃথক আরেকটি কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করুন। তবে এমন সংস্কার করবেন না, যাতে নির্বাচনের দেরি হয়ে যায়।’

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জনগণ নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন- এমন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *