পুঠিয়ায় দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমান

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা করা হয়েছে। অনুমোদনহীনভাবে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের দায়ে এ অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দেবাশীষ বসাক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও পুঠিয়া থানা পুলিশের যৌথ উদ্যোগে শিলমাড়িয়া ইউনিয়নের সরগাছী এলাকায় মেসার্স জে. কে ব্রিকস ও গোবিন্দপাড়া এলাকার মেসার্স হক ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিত ভাটায় ইট প্রস্তুতের মাটি সংগ্রহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত আইন, ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারায় দুইটি মামলায় মেসার্স জে. কে ব্রিকস ও মেসার্স হক ব্রিকসকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর কবির হোসেন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে শিলমাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি ইটভাটাকে অনুমোদন ব্যতিত ইট প্রস্তুত করতে মাটি সংগ্রহের দায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ওই দুই ইট ভাটার মালিকদের কাজ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে লাইসেন্সের সকল শর্তাবলী প্রতিপালন না করলে পরবতী নির্দেশনা না দেওয়া পযর্ন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখবেন। না হয় যে কোন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করলে আপত্তি থাকবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *