সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদকে কুপিয়ে জখম করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে এই মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে একই স্থানে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, থানা ছাত্র দলের সদস্য সচিব রিপন হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসিব, জয়পুরহাট সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী ও ছাত্র নেতা ছহরাফ ইসলাম ইমন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন-জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের ওপর হামলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
এর আগে বুধবার (১২ মার্চ) রাতে ছাত্র নেতা পিয়ালকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করায়।
আহত পিয়াল আহম্মেদ (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের ইসলামনগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়- পিয়াল আহম্মেদ প্রতি রাতেই জয়পুরহাট রেলস্টেশন এলাকায় আড্ডা দিতেন। বুধবার রাতেও তিনি ওই এলাকায় ছিলেন। রাত ১১টার দিকে জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন রেলস্টেশনে আসেন। পূর্ব বিরোধের জের ধরে তারা পিয়ালকে কুপিয়ে জখম করেন। পরে লোকজন পিয়ালকে উদ্ধার করে দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।