সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের উদ্যোগে ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত (২ ঘণ্টাব্যাপী) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জাতীয় পরিচয়পত্র সেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে একটি নতুন সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। উপস্থিত বক্তারা এই পরিকল্পনাকে ‘কুট’ হিসেবে উল্লেখ করে এর বিরোধিতা করেন। তারা জাতীয় পরিচয়পত্র সেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে রাখার পক্ষে মত প্রকাশ করেন।