কর্মস্থলে ফিরেছেন বনপাড়া হাইওয়ে থানার পুলিশ শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)

কর্মবিরতি শেষ করে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন থানার পুলিশ। এতে শুভেচ্ছা জানিয়েছেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের জয়েন সেক্রেটারি ও নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব এর সদস্য মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব বলেন, জনগণের আস্থা পুলিশ মাঠে ফিরলে স্বস্তি ফিরেছে জনগণের মাঝে তাই সাংবাদিক পুলিশ একে অপরের সহায়ক।
মঙ্গলবার (১৩ আগষ্ট), নাটোর জেলার বড়াইগ্রাম থানা ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ সদস‍্যগণ তাদের কর্মস্থলে ফিরেছেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুল ইসলামের নেতৃত্বে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক বনপাড়া টু পাবনা মহাসড়কের বিভিন্ন জায়গায় টহলরত অবস্থায় দেখা যায়। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে পুলিশের উপর ব‍্যাপক সংহিসতা চালানো হয়। এতে পুলিশ সদস‍্য প্রাণ হারান। দেশের অধিকাংশ থানায় চলে ধ্বংসযজ্ঞ। যার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ সদস‍্যগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতি ঘোষনা করেন। রবিবার (১১ আগষ্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশের সব দাবি মেনে নেয়া হবে বলে তাদেরকে কাজে ফেরার আহ্বান জানালে, পুলিশ সদস‍্যগণ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *