নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
নিজের নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শনিবার দলের দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে মইনুর রহমান চৌধুরীকে ‘চেয়ারম্যানের উপদেষ্টা’ হিসেবে নিয়োগ ও শেখ মোহাম্মদ শান্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।
এ আদেশে ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।