তৃণমূলের প্রাণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃসুমন সরদার!

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
মোঃসুমন সরদার, একজন সংগ্রামী তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কৈশোর কাল থেকেই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় স্বাধীনতার মহান ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের ১৯ দফার প্রেমে পড়ে ছাত্রদলের রাজনীতিতে যোগদানের মাধ্যমে। তিনি তার বন্ধু-বান্ধব এবং ছোট ভাইদের মাঝে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ছাত্রজীবন শেষে, মোঃসুমন সরদার স্বেচ্ছাসেবক দলের স্থানীয় রাজনীতিতে যোগ দেন এবং তার শ্রমের মূল্যায়ন হিসেবে শাহমাখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে সম্মানিত হন। এরপর তিনি যুবদলের রাজনীতিতে যোগদান করেন এবং স্থানীয় যুবদলকে সুসংগঠিত করতে ব্যাপক ভূমিকা রাখেন। শহীদ জিয়াউর রহমান, ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের প্রতি তার অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে।এই নেতার

তবে এ বিশ্বাসের মূল্য তাকে চুকাতে হয়েছে ব্যাপক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। শুধুমাত্র স্থানীয় বিএনপিতে একজন আলোচিত নাম এবং মোঃসুমন সদ্দার সুসংগঠক হবার দায়ে তাকে পাঁচবার জেলে যেতে হয়েছে। যৌথবাহিনী, র‍্যাব, এবং ডিবি এবং পুলিশ এর হাতে নির্যাতনের শিকার হয়েও তিনি দমে যাননি। বারবার জেল ফেরত হয়ে তিনি দল ঘোষিত আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। হতে হয়েছে আর্থিক সামাজিক ভাবে হেনস্তার স্বীকার।ব্যবসা ব্যাণিজ্য তিনি সেই ভাবে দাঁড় করাতেই পারেন নি।বিগত জুলুমবাজ সরকারের সময়ে। অনেক নির্যাতনের শিকার এই নেতা

মোঃসুমন সরদার রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, শাহমাখদুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং সর্বশেষ শাহমাখদুম থানা যুবদলের অন্যতম যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় দল নেতাকর্মীদের প্রতি সদয় এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন যেকোনো বিপদ আপদে তিনি তার সাধ্যমতো ছোটাছুটি করতেন কর্মীদের জন্য।রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের প্রতি তার বিশেষ মায়া ছিল এবং তিনি ছাত্রদলের নির্যাতিত ছেলেদের পাশে দাঁড়িয়েছেন।তাদের বিপদ আপদে তিনি সচেষ্ট থেকেছেন।

স্বৈরাচারী সরকারের সময়েও তিনি স্থানীয় মানুষদের আগলে রেখেছেন নিজের পরিবারের মতো। ফলশ্রুতিতে শুধু তিনিই না,, তার অসুস্থ মা, ছোট ভাই এবং সন্তান সম্ভাবা স্ত্রীও খুনি হাসিনার পেটুয়া বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি দমে যাননি এবং সবসময় দেশনায়ক তারেক রহমানের ঘোষিত আন্দোলন সংগ্রামে সামনে থেকে সাহস জুগিয়েছেন,স্লোগান দিয়েছেন মিছিলে।

মোঃ সুমন সরদার এখন তার জাতীয়তাবাদী অঙ্গসংগঠন গুলোর পাঠশালার পাঠ চুকিয়ে, বিএনপির রাজনীতিতে প্রবেশ করেছেন এবং মহানগর বিএনপি তাকে তার শ্রম,ত্যাগের প্রতিদান স্বরূপ নবনির্বাচিত হয়েছেন শাহমাখদুম থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক পদে মনোনীত করেছে। এজন্য আমরা মহানগর বিএনপি, কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলেই রাজপথ কখনো ধোকা দেয় না।হলেও তাহার বিশ্বাস রয়েছে দলের প্রতি এবং মহানগর নেতাদের প্রতি শ্রদ্ধাশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *