মোঃ হালিম কাজী রাজশাহী থেকে
রাজশাহীতে মোবাইল ফোনে ডেকে পাটক্ষেতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. রকি (২৮)। তিনি জেলার পুঠিয়ার বেলপুকুর দোমাদী এলাকার মো জাকারিয়ার ছেলে। ধর্ষণের শিকার কিশোরী তার প্রতিবেশী। পুলিশ জানায়, গত তিন সপ্তাহ ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল রকি। সবশেষ গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে তিনি কিশোরীকে ডেকে নিয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭টায় দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপির বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়
এ বিষয়ে আরএমপি’র বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, মামলার পর আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করি। গতকাল সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিকে বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।