বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা নুরদহ গ্রামে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বুধবার
(৮ এপ্রিল) দখলদার ইসরায়েলের গণহত্যা আগ্রাসনের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আগ্রান, নুরদহ, তিরাইল গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নুরদহ পীরপাল বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন , হাফেজ মাওলানা মোঃ আসরাফুল আলী, তিনি ফিলিস্তিনের নির্যাতিত, গণহত্যা বন্ধ, যুদ্ধ বিরতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি জানান। এ সময় তিনি বলেন, ”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত গণহত্যা,নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ সহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
