নিজস্ব প্রতিবেদক
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগেই পদবঞ্চিতদের বিক্ষোভ দেখা গেছে। দল আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল পাল্টাপাল্টি স্লোগান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মধুর ক্যান্টিনে সংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের কথা ছিল। কিন্তু দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি স্লোগানের কারণে এখনও আনুষ্ঠানিকভাবে সংগঠনের নাম ঘোষণা করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ও মধুর ক্যান্টিনের ভিতরে দুটি গ্রুপে নতুন ছাত্র-সংগঠনের নেতৃত্বে আসা বাকের-জাহিদ ও সংগঠনের নামে স্লোগান দেওয়া হচ্ছে।
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে
অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে আরেকটি গ্রুপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে নতুন কমিটি’র বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এসময় তারা ‘সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’,’ঢাবির সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
নতুন ছাত্র-সংগঠনের একাধিক উদ্যোক্তা জানান, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে চান। কিন্তু সংগঠনের নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হচ্ছে না। ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
প্রতিবেদন লেখা অবধি এখনও ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, বিক্ষোভ বিদ্যমান