কালাইয়ে ১৯ কার্ডধারীর ভিজিডির ৩৪২ বস্তা চাল আত্মসাৎ।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সুকমল চন্দ্র বর্মন কালাই, জয়পুরহাট।
১৮ মাস ধরে ১৯ জন হতদরিদ্র কার্ডধারীর ৩৪২ বস্তা ভিজিডির চাল আত্মসাৎ করেছেন। অথচ এই দীর্ঘ সময়ে এক ছটাক চালও পাননি ভুক্তভোগীরা। এমনই ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে। আর এ ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, চেয়ারম্যানের অনৈতিক কর্মকাণ্ডে পুরো এলাকা ক্ষুব্ধ। তারা দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী ওরফে দাদা পলাতক রয়েছেন। এরপর দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি ২৩-২৪ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের ৮৫৮ বস্তা ভিজিডি চাল বিতরণের সময় ৩৮ বস্তা চাল উদ্বৃত্ত দেখতে পান। এতে স্পষ্ট হয়, মোট ৪২৯ জন তালিকাভুক্ত কার্ডধারীর মধ্যে ১৯ জন গত ১৮ মাস ধরে তাদের বরাদ্দকৃত চাল পাননি।

ওই ইউনিয়নের ইউপি সদস্য আমজাদ হোসেন ও বাদশা মন্ডল বলেন, চেয়ারম্যান পলাতক হওয়ার আগেও চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলামও চাল বিক্রির চেষ্টা করেছিলেন, তবে মেম্বারদের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এসব দুর্নীতির প্রেক্ষিতে ভুক্তভোগীরা চেয়ারম্যানের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

দূর্গাপুর-বহুতী গ্রামের বাসিন্দা মোছা. মাহমুদা বলেন, আমার নাম তালিকায় থাকা সত্ত্বেও গত ১৮ মাস ধরে আমি কোনো চাল পাইনি। সম্প্রতি আমাকে জানানো হয়েছে যে গুদামে আমার চাল আছে, তবে আমি কিসের চাল পাবো, তা জানি না। গত ১৮ মাসের সব ভিজিডির চাল আমাকে দেওয়ার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী আরেক নারী দেলোয়ারা বলেন, গরিবের নামে বরাদ্দকৃত চাল চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেছেন। আমরা তার উপযুক্ত শাস্তি চাই।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন বলেন, তারা গত ১৮ মাসে কোনো চাল পায়নি বলে জানা গেছে। তালিকাভুক্ত ১৯ জনের মধ্যে ৬ জনের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ভুক্তভোগীরা তাদের গত ১৮ মাসের ভিজিডির চাল ফেরত চাইছেন। ইতোমধ্যে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *